সিলেটে কৃষক তেরা মিয়া (৩০) হত্যা মামলার রায়ে তিন সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৯ মে) দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক ঝলক রায় এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, গোয়াইনঘাট উপজেলার নয়াপাড়া বীরমঙ্গল হাওরের আব্দুল কাদির, আব্দুল নূর ও আব্দুল জলিল।
এজাহার সূত্রে জানা যায়, গোয়াইনঘাটের নয়াপাড়া বীরমঙ্গল হাওর গ্রামের সুরুজ মিয়ার পরিবারের সঙ্গে একই গ্রামের আব্দুল কাদিরের জমিজমা নিয়ে বিরোধ ছিল। ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি রাতে আব্দুল কাদিরের ও তার ভাইয়েরা সুরুজ মিয়ার বাড়িতে হামলা চালায়। এসময় তেরা মিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। আহত তেরা মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই হত্যার ঘটনায় নিহতের বড় ভাই সুরুজ মিয়া বাদী হয়ে গোয়াইনঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম পাঁচ ভাইকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।
আরও পড়ুন: সিলেটের এমসি কলেজে গণধর্ষণ মামলায় আরও দুইজনের সাক্ষ্য গ্রহণ
২০১১ সালের ১০ এপ্রিল মামলার বিচারকার্য শুরু হয়। মামলায় ২৪ জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষ্য দিয়েছেন।
রায়ে অপর দুই ভাই আব্দুল শুক্কুর ও রহমত উল্লাহকে খালাস দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. খালেদ আহমদ। তিনি জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।