সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর পরিবর্তন করে বিক্রেতা চক্রের দুই সদস্যকে আটক করেছে মোগলাবাজার থানা পুলিশ।
বুধবার (২৭ ডিসেম্বর) ভোরে অভিযান চালিয়ে এই চক্রটিকে আটক করা হয়।
আটকরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার সিলাম টিকরপাড়া এলাকার মো. মানিক মিয়ার ছেলে মিজানুর রহমান ও শাহপরান থানার টিলাগড় এলাকার মো. সিরাজুলের ছেলে মো.হাসান আহমদ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, বুধবার ভোরে সিলাম টিকরপাড়া এলাকায় একটি সিন্ডিকেট মোবাইল চুরি করে মোবাইলের আইএমআই নাম্বার পরিবর্তন করে বিভিন্ন স্থানে বিক্রি করে এমন খবরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
আটককালে মিজানুর রহমানের বসত ঘর থেকে ১৯ লাখ ৫০ হাজার ২০০ টাকার ১৮৬টি বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়।
উদ্ধারকৃত মোবাইল ফোনের মধ্যে রয়েছে- স্যামস্যাং মডেলের ৭২ টি স্মার্টফোন, রেডমি মডলের ২৬টি, রিয়েলমি মডলের ১১টি, ওয়ালটন মডলের ৫টি, হুয়াই মডলের ৫টি, টেকনো মডলের ৫টি, ভিভো মডলের ৭টি, সিম্ফোনিমডলের ৩টি, অ্যাপল মডলের ৪টি, নোকিয়া মডলের ৩টি, গুগল পিক্সেল মডলের ৩টি, পোকো মডলের ২ টি, অপ্পো মডলের ২টি ও ১টি কালো রংয়ের হেলিও স্মার্টফোন, লেনোভো ১টি, ১টি এইচটিসি, বেনকো ১টি, ইনফিনিক্স ১টি, ম্যক্সিমাস ১টি, মোটোরোলা ১টিসহ বিভিন্ন কোম্পানির ৩১টি মোবাইল এবং ৫ হাজার টাকা, একটি কম্পিউটার উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক আসামিদের তথ্যমতে চোরাইমাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত চোর চক্রের অন্যান্য সদস্যদের আটকের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়।
মোগলাবাজার থানায় এ সংক্রান্ত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।