সিলেট, ১৪ ডিসেম্বর (ইউএনবি)- সুনামগঞ্জের তাহিরপুরে সাতটি পরিযায়ী পাখি উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে এসব পাখি বিক্রির অপরাধে ওই বিক্রেতাকে চার মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আটক পাখি বিক্রেতা রফিকুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের মহরম আলীর ছেলে।
তাহিরপুর থানার কতর্বরত কর্মকর্তা এসআই মুহিত মিয়া জানান, শুক্রবার সকালে দণ্ডপ্রাপ্ত পাখি বিক্রেতাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আনোয়ারপুর বাজার থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমিন সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে সাতটি পরিযায়ী পাখিসহ রফিকুল নামের ওই পাখি বিক্রেতাকে আটক করে পুলিশ। রাতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব পাখি বিক্রির অপরাধে বিক্রেতাকে চার মাসের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আহাদ।
এদিকে উদ্ধার করা পরিযায়ী পাখিগুলোকে রাতেই উপজেলা সদরের পুকুরে অবমুক্ত করে দেয়া হয়।