সুন্দরবনে অগ্নিকাণ্ডে জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি পরিমাণ তদন্তে বন অধিদপ্তরের অধীনে কমিটি গঠন করা হয়েছে।
বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর উদ্যোগে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দোকে সভাপতি এবং খুলনার ব্যবস্থাপনা পরিকল্পনা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে সদস্যসচিব করে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. এস.এম ফিরোজ, আরণ্যক ফাউন্ডেশনের ম্যানগ্রোভ ইকোলজিস্ট এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. স্বপন কুমার সরকার এবং ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির প্রতিনিধি।
কমিটিকে অগ্নিকাণ্ডের কারণে বনজসম্পদ ও জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরূপণ করে পরবর্তী করণীয় সম্পর্কে সুপারিশ জানিয়ে কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বনবিভাগ জানিয়েছে, অগ্নিকাণ্ডে প্রায় ৫ একর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে আগামী তিন দিন ঘটনাস্থলে আগুন মনিটরিংয়ের দায়িত্বে থাকবে বন বিভাগের টহল দল।
শনিবার বিকালে বাগেরহাটের আওতাধীন সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়ির নিয়ন্ত্রণাধীন বনাঞ্চলে আগুন লাগে। সোমবার সকালে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে জানানো হলেও বিকাল দিকেও কিছু কিছু স্থানে ধোঁয়া উঠতে দেখা যায়। ড্রোন ব্যবহারের মাধ্যমে সেসব স্থান চিহ্নিত করে আগুন নিভিয়ে ফেলা হচ্ছে বলে জানিয়েছে বন বিভাগ।