সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার সেনাকুঞ্জে খালেদা জিয়া ও ড. ইউনূস পাশাপাশি বসে কথাবার্তা বলেন।
কথোপকথনের সময় দুজনকেই হাসতে এবং একে অপরকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে।
বিকেল ৪টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রধান উপদেষ্টা তার বক্তব্য রাখেন।
প্রধান উপদেষ্টা তার ভাষণের শুরুতে সশস্ত্র বাহিনী দিবসে সশস্ত্র বাহিনীর সদস্যদের অভিনন্দন জানান এবং মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ আমরা সম্মানিত বোধ করছি যে, আমাদের সঙ্গে আছেন মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতির সহধর্মিণী এবং বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়া।’
তিনি বলেন, ‘পুরো এক যুগ ধরে বিএনপি চেয়ারপারসন এই অনুষ্ঠানে আসার সুযোগ পাননি। আজ সে সেই সুযোগ পেয়েছেন এবং তাকে এটি দিতে পেরে আমরা সবাই আনন্দিত ও গর্বিত।’
প্রধান উপদেষ্টা দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও অনুষ্ঠানে যোগ দেওয়ায় বিএনপি চেয়ারপারসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
তিনি বলেন, ‘আমরা আবারও তাকে ধন্যবাদ জানাই এবং এই অনুষ্ঠানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাই।’
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
তিনি বলেন, খালেদা জিয়া সেনাকুঞ্জে আসন গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।