রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ক্যাফে বাজার রেস্তোরাঁয় পাঁচ দিনব্যাপী ভারতীয় খাদ্য উৎসব শুরু হয়েছে। খাদ্যপ্রেমীরা নিতে পারবেন ভারতীয় খাবারের বিচিত্র স্বাদের অভিজ্ঞতা।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাদ্য মেলাটি প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা থাকবে, চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।
অতিথিরা ভারতীয় সুস্বাদু খাবারে তৃপ্ত হওয়ার পাশাপাশি জনপ্রিয় শিল্পীদের লাইভ সঙ্গীত পরিবেশনাও উপভোগ করতে পারেন।
খাবারের মেনুতে রয়েছে পাঞ্জাবি চাওয়া মসলা, ফিশ টিক্কা আমরিস্ত্রা, নাগ পুরি সাজি মাটন, দোহি লাসোনি চিকেন, হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি, চিকেন বানজারা কাবাব, গুজরাটি দাউ মসলা, আলু মেথি মসলা, পনির মাখানি, দোসা, সাম্বার এবং পাও ভাজি।
বিশেষজ্ঞ শেফ জোহির খান, জহিরুল ইসলাম এবং গোবিন্দ করাতি ফুড মেলার খাবার তৈরি করছেন।
মেলার আরেকটি আকর্ষণ হলো অতিথিদের জন্য আকর্ষণীয় পুরস্কার সহ একটি র্যাফেল ড্র।
আরও পড়ুন: 'জেএমবি'র সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ভারতে নিষিদ্ধ হলো পিএফআই
ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২৫
ভারতে ভারী বর্ষণের ফলে দেয়াল ধসে নিহত ১০
পিকে হালদারকে কি বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত?
বাংলাদেশ ব্যাংক এখনও ভারতীয় রুপিকে বৈদেশিক বাণিজ্যে অনুমতি দেয়নি