তিনি বলেন, ‘শহরে বসবাসরত মানুষের কাছ থেকে রাজস্ব আদায় করবেন, হোল্ডিং ট্যাক্স নেবেন আর নাগরিক সুবিধা দেবেন না, এটা হতে পারে না।’
শনিবার কুমিল্লা ক্লাব প্রাঙ্গণে তথ্য ও প্রযুক্তি বিভাগ আয়োজিত ‘রোড টু স্টার্টআপ: ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনরশিপ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে রাজস্ব আয় বৃদ্ধি করে স্বনির্ভরশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করে তাজুল ইসলাম বলেন, ‘রাজস্ব আদায়ে কোনো রকম বৈষম্য করা যাবে না। কারও থেকে বেশি, কারও থেকে কম এমনটা করা যাবে না।’
মন্ত্রী কুমিল্লা শহরের বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ, রাস্তা-ঘাট-সেতু নির্মাণসহ জলাবদ্ধতা নিরসন করার পাশাপাশি অন্যান্য নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য একটি মাস্টারপ্ল্যান তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
তাজুল ইসলাম তরুণ উদ্ভাবকদের মেধা, সৃজনশীলতা ও মানসিক শক্তিকে কাজে লাগাতে উৎসাহিত করে বলেন, ‘ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা দেশের অসংখ্য উন্নয়ন করতে পারছি। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে সময়কে কাজে লাগাতে হবে এবং দুর্নীতিকে না বলতে হবে।’
মন্ত্রী তথ্যপ্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হয়ে সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে তথ্যপ্রযুক্তি নির্ভর জাতি বিনির্মাণে কাজ করতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান।
চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে আরও ২০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘জীবনে অনেক ঘাত-প্রতিঘাত আসবে কিন্তু থেমে থাকা যাবে না। নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে আধুনিক তথ্যপ্রযুক্তির জ্ঞান আহরণ করে জীবনে নব দিগন্তের সূচনা করতে হবে।’
তাজুল ইসলাম বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে দেশ তথ্যপ্রযুক্তিতে খুব শিগগিরই সুপার ন্যাশনে পরিণত হবে।
বাংলাদেশকে ২০৪১ সালের আগেই উন্নত-সমৃদ্ধ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়তে হলে শুধু অর্থনৈতিক উন্নয়ন নয় সামাজিক সূচক ও পরিবেশসহ মাল্টিসেক্টরাল উন্নয়ন প্রয়োজন বলে মন্তব্য করেন স্থানীয় সরকারমন্ত্রী।
কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী, অতিরিক্ত সচিব ও প্রজেক্ট ডিরেক্টর সৈয়দ মুজিবুল হক অনুষ্ঠানে বক্তব্য দেন।