জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ের প্রশাসনিক ও আর্থিক বিষয়গুলো আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল দেখবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভা সম্পর্কে সংবাদ সম্মেলনে প্রেস সচিব এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, স্পিকারের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব ছিল, কিন্তু এখন স্পিকারের পদটি শূন্য।
আর্থিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কাজগুলো কারা করবে সে প্রশ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল বিষয়টি দেখবেন বলে সিদ্ধান্ত হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রেস উপসচিব অপূর্ব জাহাঙ্গীর ও মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বক্তব্য দেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতির অপসারণের চেষ্টার পেছনে নির্বাচন বিলম্বের চক্রান্ত দেখছে বিএনপি