প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রকৌশলীরা হলেন দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের মূল চালিকাশক্তি।
তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি দেশের প্রকৌশলীরা।’
আজ শনিবার (১১ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ৬১তম কনভেনশনে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ একথা বলেন।
তিনি ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে তার সরকারের লক্ষ্যের কথা উল্লেখ করেন। এর অর্থ হবে স্মার্ট জনসংখ্যা, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট সমাজ।
তিনি বলেন, ‘বাংলাদেশকে আমরা এভাবেই গড়ে তুলব। আর এজন্য প্রকৌশলীদের বলব তাদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে পরিকল্পনা তৈরি করতে।’
আরও পড়ুন: কৃষি উৎপাদন বাড়াতে সমবায়ে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
তিনি দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায় এবং কোন কোন খাতকে সে লক্ষ্যে অগ্রাধিকার দেওয়া হবে তার উপায় খুঁজে বের করার জন্য প্রকৌশলীদের প্রতি অনুরোধ জানান।
তিনি বলেন, ‘আমি আপনাদের পরামর্শ চাই যা আমাদের জন্য উপকারী হবে। এবং আমি আশা করি যে আপনারা তা দেবেন।’
শেখ হাসিনা দেশকে কীভাবে দ্রুত উন্নত করা যায় তার কৌশল নিয়ে আলোচনার জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান।
তিনি তাদের বিশ্ববিদ্যালয় ও স্টাফ কলেজগুলোতে প্রকৌশল খাতের উপর জোর দেন।
তিনি উল্লেখ করেন, সরকার উৎপাদন বাড়াতে কৃষি খাতে যান্ত্রিকীকরণ করছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের কৃষি উৎপাদন দুই থেকে তিন গুণ বাড়াতে হলে এই খাতকে যান্ত্রিকীকরণ করতে হবে।’
তিনি বলেন, শিল্পায়ন এবং মাথাপিছু আয় বৃদ্ধির কারণে কখনও কখনও কৃষি শ্রমিক পাওয়া কঠিন হয়ে পড়ে। উৎপাদন খরচও বেড়েছে।
আরও পড়ুন: জিনিসপত্রের দাম বাড়লেও গ্রামাঞ্চলের মানুষের অবস্থা ভালো: প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেন, ‘এজন্য আমরা কৃষি খাতে যান্ত্রিকীকরণ চালু করছি এবং এর ফলে উৎপাদন বৃদ্ধি পেয়েছে।’
প্রধানমন্ত্রী প্রকৌশলীদের মেধা কাজে লাগিয়ে গবেষণা কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানান।
তিনি বলেন, ‘আমি চাই যে আপনারা এই লক্ষ্যে বিশেষ মনোযোগ দেবেন।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।
আরও বক্তব্য রাখেন আইইবি সভাপতি প্রকৌশলী মো. আবদুস সবুর ও সাধারণ সম্পাদক এস এম মঞ্জুরুল হক মঞ্জু।
ধন্যবাদ জ্ঞাপন করেন আইইবি ঢাকা কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী নজরুল ইসলাম।
আরও পড়ুন: ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কিছু করা থেকে বিরত থাকুন: প্রধানমন্ত্রী