জাতীয় সংসদের উন্নয়ন ও অনুন্নয়ন কার্যক্রমে ব্যয় করার জন্য ২০২২-২৩ অর্থবছরে ৩৪১ দশমিক ৮৯ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে সংসদ সচিবালয় কমিশন।
বুধবার জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৩৩তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে আগামী অর্থবছরের বাজেট এক দশমিক ৭২ শতাংশ বেশি। চলতি অর্থবছরের বাজেট ৩৩৬ কোটি ১৪ লাখ টাকা।
আরও পড়ুন: একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন ৫ জুন শুরু
বৈঠকে বিদায়ী অর্থবছরের বাজেট সংশোধন করে ৩১৬ দশমিক ০১ কোটি টাকা করেছে কমিশন।
কমিশনের সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আইনমন্ত্রী আনিসুল হক এবং সংসদে বিরোধীদলীয় নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে সভায় উপস্থিত ছিলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
স্পিকার শিরীন শারমিন পরে সাংবাদিকদের বলেন, চলতি ২০২১-২২ অর্থবছরে সংসদ বরাদ্দের চেয়ে কম ব্যয় করেছে।
তিনি বলেন, ‘সচিবালয়ের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমরা অর্থবছর শেষে প্রায় ৮০ কোটি টাকা ফেরত দিতে পারব।’
আরও পড়ুন: গ্রামীণ নারীদের মাতৃত্বকালীন ভাতা বৃদ্ধির সুপারিশ সংসদীয় কমিটির
করোনা মহামারির কারণে অধিবেশন চলাকালীন কম কার্যদিবস থাকা এবং বিদেশি ভ্রমণ ও প্রশিক্ষণ কর্মসূচি হ্রাস করায় অর্থ সাশ্রয় হয়েছে বলে জানান তিনি।
সংসদ সচিবালয়ের সচিব এ কে এম আবদুস সালাম বৈঠকের আলোচ্যসূচি উপস্থাপন করেন এবং এ সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।