সড়ক নিরাপত্তা আন্দোলনের জন্য বিদেশি তহবিল আত্মসাতের অভিযোগ নিয়ে শাজাহান খান যে বক্তব্য দিয়েছেন তার জন্য ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন।
এই সময়ের মধ্যে ক্ষমা না চাইলে অথবা তার দাবির পক্ষে প্রমাণ দিতে ব্যর্থ হলে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুমকিও দিয়েছেন তিনি।
জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কাঞ্চন দাবি করেন যে এই আন্দোলন বিদেশ থেকে কোনো আর্থিক সহায়তা পায় না।
‘নিসচা প্রতিষ্ঠার পরে প্রথম ১২ বছর ধরে আমরা এটি আমাদের নিজস্ব অর্থ দিয়ে চালিয়েছি এবং তারপরে কাজের উন্নতির জন্য ২০১৫ সালে এটি একটি এনজিও হিসেবে নিবন্ধিত করেছি। আমরা কেবল এর সদস্যদের অনুদান থেকে আমাদের সাংগঠনিক কাজগুলো পরিচালনা করি,’ বলেন তিনি।
গত ৮ ডিসেম্বর নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নির্বাহী সভাপতি শাজাহান খান নিরাপদ সড়কের জন্য আন্দোলন করা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে ‘জ্ঞানপাপী’ হিসেবে আখ্যায়িত করেন।
তিনি অভিযোগ করেন যে ইলিয়াস তার প্রতিষ্ঠানের নামে বিদেশ থেকে কোটি টাকা সংগ্রহ করে আত্মসাৎ করেছেন এবং তার হিসাব জনসম্মুখে তুলে ধরার হুমকি দেন শাজাহান।