ফেসবুকে লেখালেখির কারণে ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন বিসিএসের ২৫টি ক্যাডার কর্মকর্তাদের সংগঠন ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’।
রবিবার (২ মার্চ) সকালে কর্মবিরতি কর্মসূচির অংশ হিসেবে কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সামনে কালো ব্যাজ পরে ব্যানারসহ অবস্থান করেন। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা ও বিভাগীয় পর্যায়ে হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তারা। কর্মসূচি শেষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। তবে হাসপাতালের জরুরি বিভাগসহ অন্যান্য কার্যক্রম এ কর্মবিরতির আওতার বাইরে ছিল।
এ সময় এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানে পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: ২৫ ক্যাডার কর্মকর্তাদের অর্ধদিবস কর্মবিরতি স্থগিত
এতে বলা হয়, সম্প্রতি ফেসবুকে লেখালেখির কারণে ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তবে একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারের সদস্যরা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে ওই বিজ্ঞপ্তিতে অভিযোগ করে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।
এ ধরনের পক্ষপাতদুষ্ট আদেশ প্রত্যাহার না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি পালন করবেন বলে ঘোঘণা দেন পরিষদের সদস্যরা।
এ সময় চলমান ক্যাডার বৈষম্য নিরসনে পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, উপসচিব পুলের কোটা বাতিল ও সব ধরনের কোটার মধ্যে সমতা বিধানের দাবি জানান ২৫ ক্যাডারের কর্মকর্তারা।