আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম আলী হায়দার এ আদেশ দেন।
আরও পড়ুন: খালেদার বাসার সামনে বালুর ট্রাক: গুলশান থানার সাবেক ওসি রিমান্ডে
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী একরামুল হক সাজিদ হত্যার ঘটনায় শুক্রবার (১৮ অক্টোবর) রাতে গুলশানের বাসা থেকে কামালকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ।
৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে এসএস এগ্রো কমপ্লেক্সের মালিক এবং ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য মজুমদার আত্মগোপন করেন।
পুলিশ জানায়, মজুমদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৭ সেপ্টেম্বর একরামুলের বাবা বাদী হয়ে ৭৩ জনকে আসামি করে মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট মিরপুর-১০ নম্বরে গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র একরামুল।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১৪ আগস্ট তিনি মারা যান।
আরও পড়ুন: সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গ্রেপ্তার