বিচার প্রশাসনে বড় ধরনের রদবদলে ৮২৬ জন বিচারককে পদোন্নতি দিয়েছে সরকার।
বুধবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ২৫০ জন অতিরিক্ত জেলা জজ জেলা জজ, ২৯৪ জন যৌথ জেলা জজ অতিরিক্ত জেলা জজ এবং ২৮২ জন সিনিয়র সহকারী জজ যৌথ জেলা জজ হিসেবে উন্নীত হয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা জজ পদে পদোন্নতিপ্রাপ্তদের ২৭ নভেম্বরের মধ্যে বর্তমান দায়িত্ব হস্তান্তর করে ১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
যেসব বিচারক বর্তমানে প্রশিক্ষণে, মাতৃত্বকালীন ছুটিতে বা অন্য কোনো ছুটিতে রয়েছেন, তারা ছুটি বা প্রশিক্ষণ শেষেই কর্মস্থলে যোগ দিয়ে দ্রুত দায়িত্ব বুঝিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
আইন মন্ত্রণালয় জানিয়েছে, পদোন্নতির ফলে বিচারকাজের গতি ও প্রশাসনিক কার্যক্রম আরও সুসংহত হবে।