ভারতের শিলংয়ে দীর্ঘ ৯ বছর কাটিয়ে অবশেষে রবিবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
এদিন দুপুর ২টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
গত ৬ আগস্ট গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার ট্রাভেল পাস ইস্যু করায় তার দেশে ফেরার বাধা কেটে যায়।
৬২ দিন নিখোঁজ থাকার পর ২০১৫ সালের ১১ মে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের রাজধানী শিলংয়ে সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিনকে পাওয়া যায়।
বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অনুপ্রবেশের দায়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং ফরেনার্স অ্যাক্টে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
পরে শিলং থানা পুলিশ তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
তবে বিএনপির অভিযোগ, ২০১৫ সালের ১০ মার্চ ঢাকার উত্তরার বাসা থেকে গোয়েন্দা সেজে একদল লোক সালাহউদ্দিনকে অপহরণ করে।
২০১৮ সালের ২৬ অক্টোবর শিলংয়ের একটি আদালত তাকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ থেকে খালাস দেয়।
২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি উচ্চতর আদালত এই রায় বহাল রাখে। একই সঙ্গে তার বাংলাদেশে ফেরার ব্যবস্থা করে দিতে ভারত সরকারকে নির্দেশ দেওয়া হয়।