জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কল পেয়ে মুন্সীগঞ্জের গজারিয়া থানার জামালদি বাসস্ট্যান্ড থেকে কথিত ছিনতাইকারী দম্পতিকে অটো চালকদের রোষালন থেকে উদ্ধারের পর আটক করে পুলিশ।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: সমুদ্রে বিকল ট্রলার থেকে ১৫ মৎস্যজীবী উদ্ধার
একজন নারী কলার মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন জামালদি বাসস্ট্যান্ড থেকে ফোন করে জানান, তাকে এবং তার স্বামীকে এলাকার কিছু লোক মিথ্যা চুরির অভিযোগে আটকিয়ে মারধর করছে। ৯৯৯ বিষয়টি গজারিয়া থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য বললে গজারিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: ৩০ কেজি ওজনের অজগর উদ্ধার
পরে গজারিয়া থানার উপপরিদর্শক (এস আই) মাঈনুদ্দীন ৯৯৯ কে ফোনে জানান, কলার ও তার কথিত স্বামী দু’জনই পেশাদার অপরাধী। বিকালের দিকে তারা একটি অটো (ব্যাটারি চালিত অটো রিকশা) ভাড়া করে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে একটি নির্জনস্থানে অটো চালক হৃদয়কে মারধর করে অটোটি নিয়ে পালিয়ে যাচ্ছিল। অটো ড্রাইভার হৃদয় বিষয়টি ফোনে অন্য অটো ড্রাইভারদের জানালে তারা ধাওয়া করে কথিত স্বামী-স্ত্রী ছিনতাইকারীকে আটক করে।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: কাপ্তাই লেক থেকে ৭ পর্যটক উদ্ধার
আটক ছিনতাইকারী সাথী আক্তার (২৫), যিনি ৯৯৯ এ ফোন করেছিলেন ও তার কথিত স্বামী নাজমুলকে (২৫) থানায় নিয়ে আসা হয়েছে। তারা উভয়ই গজারিয়ার পুরান বাউসিয়ার অধিবাসী। এ সংক্রান্তে থানায় একট মামলা রুজু করা হয়েছে।