আরও পড়ুন: ৯৯৯ এ বন্ধুর ফোন: আত্মহত্যা চেষ্টাকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
রবিবার দুপুর দেড়টায় ৯৯৯ নম্বরে ঢাকার আজিমপুরের লিটল অ্যাঞ্জেল স্কুলের পাশের একটি ২০তলা বহুতল ভবনের বসবাসাকারী মাহী নামে এক ব্যক্তি ফোন করে জানান, তিনি ভবনটির ১৬ তলার একটি ফ্ল্যাটে থাকেন। সকাল থেকে তিনি ফ্ল্যাট পরিবর্তনের জন্য শ্রমিকদের সাহায্যে বাসার মালামাল স্থানান্তর করছিলেন। একপর্যায়ে তার পোষা বিড়ালটি ভয় পেয়ে বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে লাফ দিয়ে কার্ণিশের ওপর গিয়ে পড়ে। বিভিন্নভাবে তারা বিড়ালটিকে উদ্ধারের চেষ্টা করেন কিন্তু কোনোভাবে উদ্ধার করতে না পেরে শেষে ৯৯৯ এ ফোন করেন।
আরও পড়ুন: ৯৯৯ নম্বরে স্ত্রীর কল পেয়ে আত্মহত্যার চেষ্টাকারী স্বামীকে উদ্ধার
৯৯৯ বিষয়টি বেসরকারি প্রাণী উদ্ধারকারী সংস্থা ‘রবিনহুড’ কে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়। সংবাদ পেয়ে ‘রবিনহুডের’ উদ্ধারকারী দল দুপুর ২টার দিকে ঘটনাস্থলে যান। এরপর তারা ড্রোনের সাহায্যে বিড়ালটির অবস্থান চিহ্নিত করে প্রায় ৪০ মিনিট চেষ্টার পর নিরাপদে বিড়ালটিকে উদ্ধার করে মালিককে বুঝিয়ে দেন।
আরও পড়ুন: ধর্ষণের শিকার গর্ভবতী তরুণীকে হাসপাতালে ভর্তি করলো ৯৯৯