জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে প্রতিটি ৩০ কেজি ওজনের ৫০বস্তা সরকারি চালসহ ৬জনকে আটক করেছে পুলিশ।
রবিবার সকালে সিলেটের কানাইঘাট থানাধীন কালিগঞ্জ বাজার থেকে চালগুলো উদ্ধার করা হয়।
৯৯৯ মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে ৯৯৯ নম্বরে ফোন করে সিলেটের কানাইঘাট থানাধীন কালিগঞ্জ বাজার থেকে সরকারি ত্রাণের চাল চুরি করে ট্রাকে করে নিয়ে যাচ্ছে বলে জানান। পরে কলারের সাথে কানাইঘাট থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়া হয়।
সংবাদ পেয়ে কানাইঘাট থানা পুলিশ অবিলম্বে ঘটনাস্থলে যেয়ে সরকারি ‘খাদ্যবান্ধব কর্মসূচীর’ ৫০ বস্তা চাল বোঝাই একটি ট্রাক আটক করা হয়। এসময় চাল পাচারের অভিযোগে জকিগঞ্জের মো. জয়নালসহ ছয়জনকে আটক করা হয়।