লুটেরাদের রাষ্ট্রীয় ক্ষমতায় আনার বিরুদ্ধে জনগণকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আশঙ্কার কথা বলেন।
আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশকে লুটেরাদের হাতে ছেড়ে দেবেন না। এমনটা হলে দেশ ধ্বংস হয়ে যাবে।’
১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা সফর করছেন প্রধানমন্ত্রী।
দেশের উন্নয়নের যাত্রা যেন কোনো বাধা ছাড়াই অব্যাহত থাকে তা নিশ্চিত করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
দেশের নিরবচ্ছিন্ন উন্নয়নের জন্য আগামী সাধারণ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের কাছে তার দলের নির্বাচনী প্রতীক ‘নৌকা’-এর জন্য ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি।
তিনি বলেন, আমরা দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে আপনাদের সকলের সহযোগিতা ও নৌকায় ভোট চাই।
দেশের উন্নয়নের অদম্য গতি যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য প্রবাসী বাংলাদেশিদের বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: গণতন্ত্রের ধারাবাহিকতায় বাংলাদেশের অগ্রগতি হয়েছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা