করোনা দুর্যোগ মোকাবিলায় ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেমে একটি উল্লেখযোগ্য প্লাটফরম হচ্ছে ‘সুরক্ষা’ অ্যাপ। এই অ্যাপ নির্মাণের মাধ্যমে আইসিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৫ প্রকৌশলীকে সম্মাননা স্মারক দিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।
এই পাঁচজন হলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার এবং সুরক্ষা কোর টিম মেম্বার প্রকৌশলী মো. হারুন অর রশিদ, প্রকৌশলী মো. গোলাম মাহবুব, প্রকৌশলী এ. এস. এম. হোসনে মোবারক, প্রকৌশলী আবুল্লাহ আল রহমান এবং প্রকৌশলী মো. আব্দুল্লাহ বিন ছালাম।
আইইবি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার সন্ধ্যায় আইইবি কাউন্সিল হলে (নতুন ভবনের ২য় তলা) সকল স্বাস্থ্যবিধি মেনে এই সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইইবি, ঢাকা কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (প্রশাসন এন্ড এসএনডব্লিউ) প্রকৌশলী মো. মুসলিম উদ্দিন এবং আইইবি, ঢাকা কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একাডেমিক ও এইচআরডি) প্রকৌশলী হাবিব আহমদ হালিম (মুরাদ)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইবি, ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার।
আরও পড়ুন: ৫২টি জটিল রোগে আর্থিক সুরক্ষা দিতে মেটলাইফ বাংলাদেশের নতুন স্বাস্থ্য বীমা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আইইবি, ঢাকা কেন্দ্রের আইসিটি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আইইবি, ঢাকা কেন্দ্রের আইসিটি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য-সচিব ও কাউন্সিল সদস্য আইইবি, ঢাকা কেন্দ্র প্রকৌশলী তানভীর মাহমুদুল হাসান।
আইইবি, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই সুরক্ষা অ্যাপ তৈরি করে দেশের অর্থ যেমন তারা বাঁচিয়েছেন, ঠিক তেমনিভাবে মানুষের ভোগান্তিও অনেকটা লাঘব করেছেন। সংবর্ধিত প্রকৌশলীরা দেশের সম্পদ বলে তিনি উল্লেখ করেন। একই সাথে তাদেরকে সংবর্ধনা দিতে পেরে আইইবি, ঢাকা কেন্দ্রের পক্ষ থেকে তাদেরকে এই অ্যাপ তৈরির জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে আইইবি, ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার করোনা দুর্যোগ মোকাবিলার আইসিটি ক্ষেত্রে গুরত্বপূর্ণ অবদান রাখায় সংবর্ধিত প্রকৌশলীদের তিনি সম্মুখ সারীর যোদ্ধা বলে অভিহিত করেন। বিপুল জনগোষ্টীকে সুরক্ষা অ্যাপের আওতায় এনে সুশৃঙ্খলভাবে কোভিড ভ্যাকসিন প্রদানে যুগান্তকারী সিস্টেম উদ্ভাবন করায় তাদের প্রতি সম্মান ও ধন্যবাদ জানান। এটি শুধুমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র জনাব সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলক এমপি'র জন্য।
অনুষ্ঠানের সঞ্চালক আইইবি, ঢাকা কেন্দ্রের আইসিটি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য-সচিব ও কাউন্সিল সদস্য, আইইবি, ঢাকা কেন্দ্র প্রকৌশলী তানভীর মাহমুদুল হাসান বলেন, সুরক্ষা অ্যাপ তৈরি করা আইসিটি সেক্টরের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ ও অর্জন। এটা
কম্পিউটার প্রকৌশলীদের কারিগরী দক্ষতা ও অবদানের ফসল। কিন্তু দেশে পেশাগতভাবে কম্পিউটার প্রকৌশলীরা সব থেকে অবহেলিত
একই সাথে তিনি অনুষ্ঠানে তার বক্তব্যে বিসিএস চাকরিতে আইসিটি ক্যাডার তৈরির জন্য সরকারের নিকট দাবি জানান।
আরও পড়ুন: প্রস্তাবিত ‘ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন’ নিয়ে টিআইবির উদ্বেগ
গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় কাজ করছে অপো