সিনেমার প্রযোজক শিবাশীষ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বলিউডলাইফ ডটকমের।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সিনেমা হল, থিয়েটার ও মাল্টিপ্লেক্স আগামী ১৫ অক্টোবর থেকে অর্ধেক আসন খালি রাখা সাপেক্ষে খোলার অনুমতি দেয়া হবে। করোনা মহামারির কারণে অনেক সিনেমা প্রস্তুত থাকার পরও মুক্তি দেয়া সম্ভব হয়নি।
অক্ষয় কুমারের ‘সুরিয়াভানশি’ তার মধ্যে অন্যতম। সিনেমা হল খোলার অনুমতি দেয়ার কারণে অনেকেই প্রত্যাশা করছিলেন যে খুব শিগগিরই ‘সুরিয়াভানশি’ মুক্তি দেয়া হবে।
রিলায়েন্স এন্টারটেইনমেন্টের সিইও ও সিনেমার প্রযোজক শিবাশীষ সরকার বলেন, ‘দিওয়ালিতে ‘সুরিয়াভানশি’ মুক্তি দেয়া হবে না। কারণ আমরা জানি না যে কোন রাজ্যে কয়টি সিনেমা হল খোলা রয়েছে। মহারাষ্ট্র, তামিল নাড়ু ও অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকার ঘোষণা করেছে যে তাদের সিনেমা হল এই মাসেও বন্ধ থাকবে। সুতরাং অনুমান করাই যায় যে অধিকাংশ সিনেমা হল ১ ডিসেম্বর থেকে খুলতে পারে।’
তিনি বলেন, ডিসেম্বরে কিছু সিনেমা অবশ্যই মুক্তি পাবে। আমরা প্রক্রিয়া দেখব। কতজন দর্শক সিনেমা দেখতে আসে আমরা জানতে পারব। তাছাড়া নভেম্বর ও ডিসেম্বরে ভারতে করোনা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে কে জানে। যদি সংক্রমণ বেশি থাকে তখন?’
এর আগে চলতি বছরের মার্চে সিনেমার আরেক প্রযোজক রোহিত শেট্টি বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতির কারণে, দর্শকদের স্বাস্থ্য ও সুরক্ষা মাথায় রেখে আমরা ‘সুরিয়াভানশি’ মুক্তির সিদ্ধান্ত স্থগিত করেছি। সঠিক সময়েই ‘সুরিয়াভানশি’ মুক্তি পাবে। নিরাপত্তাই আগে। ততক্ষণ পর্যন্ত একসাইটমেন্ট ধরে রাখুন।’