শুক্রবার বাংলাদেশি-আমেরিকান মেকআপ আর্টিস রোজা আহমেদের সঙ্গে অন্তরঙ্গ ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় সংগীত শিল্পী এবং অভিনেতা তাহসান খানের বিয়ের গুঞ্জন চলে জোরেশোরে। অবেশেষে আজ (রবিবার) নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন এই শিল্পী।
এর আগে, বিয়ের গুঞ্জন নিয়ে দেশের একটি সংবাদমাধ্যমকে তাহসান বলেছিলেন, ‘এখনও বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব।’
তবে শনিবার সন্ধ্যায় ফেসবুকে দুজনের একটি ছবি শেয়ার করলেও বিস্তারিত আর কিছু জানানতি তিনি। পরে আজ একটি সংবাদমাধ্যমকে রোজা আহমেদের সঙ্গে নিজের বিয়ের কথা নিশ্চিত করেছেন তাহসান।
তিনি বলেন, ‘আমাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে শনিবার (৪ জানুয়ারি) বিয়ে হয়। বিয়ে করার পরই সবাইকে জানাতে চেয়েছি। যে কারণে আগে কাউকে কিছু বলিনি। আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি, সেই দোয়া চাই।’
আরও পড়ুন: সন্ধ্যায় ‘বিয়ের গল্প’ বলবেন তাহসান
এদিকে, রবিবার (৫ জানুয়ারি) স্বামী তাহসান খানের সঙ্গে বিয়ের একাধিক ছবি ফেসবুকে প্রকাশ করেছেন রোজা আহমেদ যেখানে দু’জনকেই বিয়ের সাজে দেখা গেছে।
ছবিগুলো প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমি চমৎকার একজন মানুষ খুঁজে পেয়েছি। সে আমার কাছে বিশ্বাস, সম্মান ও বন্ধুত্ব চেয়েছে। আমি তাকে ওয়াদা করেছি এবং একসঙ্গে ঘর বেঁধেছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা রোজা আহমেদ একজন সফল উদ্যোক্তা। লেখাপড়া শেষে তিনি কসমেটোলজি লাইসেন্স নিয়েছেন। পরে নিউ ইয়র্কের কুইন্সে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামের একটি প্রতিষ্ঠানও দিয়েছেন।
গত এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে ব্রাইডাল মেকআপ শিল্পী হিসেবে তিনি পরিচিত। পাশাপাশি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়ে তাদের উদ্যোক্তা হতে সহায়তা করেছেন।
আরও পড়ুন: সামাজিকমাধ্যমে ভাইরাল তাহসানের বিয়ের খবর
অপরদিকে, দেশের বিনোদন জগতে অন্যতম খ্যাতিমান ব্যক্তিত্ব তাহসান খান। তিনি একাধারে গীতিকার, কণ্ঠশিল্পী, অভিনেতা, টেলিভিশন উপস্থাপক ও শিক্ষক।
ব্ল্যাক নামের একটি ব্যান্ডের মাধ্যমে নিজের সংগীত ক্যারিয়ারের যাত্রা শুরু করেন তাহসান। পরে এককভাবে নিজের ক্যারিয়ারকে সাফল্যের চূড়ায় নিয়ে যান এই গুণী শিল্পী। পাশাপাশি বড় ও ছোটপর্দায় তার অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে।
২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। তবে এক দশকের বেশি সময় সংসার করার পর ২০১৭ সালের ৪ অক্টোবর আচমকা বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি। তারপর কলকাতার সৃজিতের সঙ্গে নতুন করে ঘর বাঁধেন মিথিলা।