কিছুদিন আগেই বিশ্বের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘ওরা ৭ জন’। তবে সেটি শুধু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দর্শকদের জন্য। এবার বাংলাদেশের দর্শকরাও অলা্ইন প্লাটফর্মে সিনেমাটি উপভোগ করতে পারবেন।
স্বাধীনতার মাস উপলক্ষে ১ মার্চ (শুক্রবার) মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’ সিনেমার বিশেষ অনলাইন প্রিমিয়ার হতে যাচ্ছে ‘টফি’র পর্দায়।
আরও পড়ুন: এবার দর্শক আমাকে নতুনভাবে পাবে: সজল
ভিন্ন পেশা ও বাস্তবতা থেকে আসা ৭ জন মুক্তিযোদ্ধার একটি গোপন মিশনে অংশগ্রহণ ও যুদ্ধক্ষেত্রের শ্বাসরুদ্ধকর ঘটনা নিয়ে পরিচালক খিজির হায়াত খান ‘ওরা ৭ জন’ নির্মাণ করেছেন। তারকাবহুল এই সিনেমার গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। এছাড়াও রয়েছেন ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, ইমতিয়াজ বর্ষণ, খিজির হায়াত খানসহ আরও অনেকে।
টফিসহ সারা বিশ্বের সাতটি ওটিটি প্ল্যাটফর্মে দর্শকরা সিনেমাটির ডিরেক্টরস কাট (পরিচালকের বিশেষ সংস্করণ) উপভোগ করতে পারবেন। বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শকরা টফি’র এই বিশেষ অনলাইন প্রিমিয়ারের মাধ্যমে যেকোনো নেটওয়ার্ক থেকে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস নির্ভর এই সিনেমাটি দেখতে পারবেন।
টফি-এর মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী গণমাধ্যমে বলেন, ‘দেশের সবচেয়ে বড় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে টফি সবসময় দর্শকদের বিনোদনমূলক ও অর্থবহ কন্টেন্ট উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাধীনতার মাসে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি সম্মান জানাতে তৈরি করা ‘ওরা ৭ জন’ টফি-তে মুক্তি দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’