বলিউডে পরিশ্রমি অভিনেত্রী হিসেবে খ্যাত দিপীকা সমালোচকদের হাজারো সমালোচনাকে পাশ কাটিয়ে দর্শকদের উপহার দিয়ে চলেছেন একের পর এক হিট ছবি।
শুরুটা হয়েছিল ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবি দিয়ে। সেই সময়ে অনেক সমালোচকই বলেছিলেন, ছবির পর্দায় দেখতে ভালো লাগলেও অভিনয় দক্ষতা তেমন নেই নবাগত দীপিকা পাডুকোনের।
সমালোচনায় বিন্দুমাত্র দমে যাননি নায়িকা, বরং দিনের পর দিন শান দিয়েছেন নিজের অভিনয়ে, দক্ষ হয়েছেন নাচেও। ধীরে ধীরে প্রমাণ করেছেন, অভিনয়ে কারও থেকে কোনও অংশেই কম যান না তিনি।
শেষ মু্ক্তি পাওয়া ছবি ‘ছাপাক’–এ দীপিকার অভিনয় দর্শকের সাথে ফিল্ম সমালোচকদেরও মন জয় করেছে বিনা দ্বিধায়। প্রমাণ করে দিয়েছেন শুধু বড় পর্দায় গ্ল্যামার যোগ করতে তিনি বলিউডে আসেননি। প্রতিটি নতুন ছবির জন্যে নিজেকে ভেঙে আবার তৈরি করেন দীপিকা। কাজের প্রতি তার প্যাশনে কখনও কোনও খামতি দেখা যায়নি।
সম্প্রতি জানা গিয়েছে শকুন বত্রার আগামী ছবিতে অভিনয় করবেন দীপিকা পাডুকোন। আর এ চরিত্রে অভিনয়ের প্রস্তুতি হিসেবে দীপিকা মনোযোগ দিয়েছেন যোগ চর্চায়।
নায়িকার ঘনিষ্ঠ এক সূত্রের কথা উল্লেখ করে এই সময় তাদের এক সংবাদে জানিয়েছে, শকুন বত্রার ছবিতে যোগ শিক্ষা কীভাবে সাহায্য করবে তা স্পষ্ট না হলেও নিয়মিত চর্চা শুরু করে দিয়েছেন নায়িকা। আপাতত নতুন ছবির চরিত্র নিয়ে নির্মাতা বা নায়িকা কেউই মুখ খোলেননি। জানা গিয়েছে চরিত্রের সঙ্গে একাত্ম হতে দীপিকা প্রতিদিন নাকি নিয়ম করে চিত্রনাট্যের অংশ পড়েন। শ্যুটিং শুরু হলে যাতে নিজেকে চরিত্রে রূপান্তরিত করতে কোনো সমস্যা না হয়, তার জন্যেই এ প্রস্তুতি।
বেশ কিছুদিন আগেই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণের থাবার জেরে সব পরিকল্পনা পিছিয়ে দিতে হয়েছে নির্মাতাদের। লকডাউন শুরু হওয়ায় শ্যুটিংয়ের কোনো কাজও আগাতে পারেননি। শ্রীলঙ্কায় এ ছবির একটা বড় অংশের শ্যুটিং হওয়ার কথা রয়েছে। তবে, পরিবর্তিত পরিস্থিতিতে কবে শ্যুটিং শুরু হবে সে বিষয়ে নিশ্চয়তা পাওয়া যায়নি।
উল্লেখ্য, এ বছরই মুক্তি পাওয়ার কথা ছিল দীপিকা পাডুকোনের নতুন ছবি ‘৮৩’, ভারতীয় ক্রিকেটের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের স্ত্রীর ভূমিকায় স্বামী রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে তাকে। করোনা পরিস্থিতিতে এ ছবিটির মুক্তি দেয়া নিয়ে সংশয় দেখা গেছে। সূত্র: এইসময়