ঈদুল আজহায় মুক্তি পায় 'লাল শাড়ি' সিনেমাটি। এর মধ্যদিয়ে অপু বিশ্বাস ও সাইমন সাদিকের জুটিকে প্রথমবার দেখলো ঢাকাই সিনেমার দর্শকরা।
দেশের গন্ডি পেরিয়ে ওপার বাংলা কলকাতায় দেখানো হলো 'লাল শাড়ি'। কলকাতায় পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন নন্দনে দেখানো হয় সিনেমাটি। যেখানে উপস্থিত ছিলেন নায়ক সাইমন সাদিক।
'লাল শাড়ি' দেখে হল থেকে বেরিয়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওতে সাইমনের অভিনয়ের প্রশংসা করতে দেখা গেছে অনেক দর্শককে। আর এতে বেশ আপ্লুত এই চিত্রনায়ক।
আরও পড়ুন: ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে এবার বলিউড নায়িকা
এরইমধ্যে কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন সাইমন সাদিক।
আর এই অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি ইউএনবিকে বলেন, 'কলকাতায় এবারের অভিজ্ঞতা আমাকে মুগ্ধ করেছে। সেখানকার কেউ আমাকে চেনে না। শুধু সিনেমায় আমার অভিনয় দেখে তারা যেভাবে আমাকে গ্রহণ করেছেন তা আমাকে অনেক সম্মানিত করেছে। আর শিল্পীদের প্রতি তাদের শ্রদ্ধাবোধ অবাক করার মতো।'
সরকারি অনুদানের পাশাপাশি অপু বিশ্বাস নিজের প্রযোজনা প্রতিষ্ঠান জয় অপু প্রডাকশনের ব্যানারে নির্মিত প্রথম ছবি ‘লাল শাড়ি’। সাইমন-অপু ছাড়াও এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুদি দোয়েল প্রমুখ।