রাজধানীর কেরানীগঞ্জ থেকে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর (৩৫) মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামীসহ দুজনকে আটক করেছে পুলিশ। এর আগে নিখোঁজ হওয়ার একদিন পর সোমবার সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের আলিপুর ব্রীজ সংলগ্ন কদমতলীর এলাকা থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
আটকদের মধ্যে একজন শিমুর স্বামী শাখাওয়াত আলী নোবেল।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রমজানুল হক জানান, র্যাব ঢাকা থেকে নোবেলসহ দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
আরও পড়ুন: কেরানীগঞ্জ থেকে চিত্রনায়িকা শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
র্যাবের কাছে তারা নিজেদের দোষ স্বীকারও করেছে বলে জানান তিনি।
এর আগে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া জানান, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কদমতলী এলাকার আলীপুর ব্রিজের কাছে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
তিনি বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আমরা সন্দেহ করছি যে রবিবারই তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রাতে মর্গে লাশ শনাক্ত করেন নিহতের ভাই শহিদুল ইসলাম খোকন।
আরও পড়ুন: আইসিটি আইনে মামলায় কণ্ঠশিল্পী আসিফের বিচার শুরু
শিমুর ছোট বোন ফাতেমা বলেন, ‘শিমু রবিবার সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয় এবং তারপর থেকে সে নিখোঁজ ছিল। বেলা ১১টার দিকে নোবেল কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
১৯৯৮ সালে কাজী হায়াত পরিচালিত 'বর্তমান’ সিনেমা দিয়ে রাইসা ইসলাম শিমুর রুপালি পর্দায় অভিষেক ঘটে। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও তার পরিচিতি ছিল।