মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঝালকাঠি মিনার চত্বরে গণহত্যার পরিবেশ থিয়েটার কর্মসূচির আওতায় মুক্তিযুদ্ধের স্মৃতি গাঁথা নিয়ে বিশেষ নাটক ‘ভয়াল দিনের গাঁথা’ মঞ্চস্থ হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু ভার্চুয়ালি যোগ দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। জেলা শিল্প একাডেমি এটির আয়োজন করে।
আরও পড়ুন: হাজংদের জীবন সংগ্রাম নিয়ে ডকুফিল্ম
জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে নাটকের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটকটি মঞ্চায়িত হয়। এতে স্থানীয় পর্যায়ের ৮৫ জন নাট্যকর্মী অংশগ্রহণ করেন।
নাটকটিতে মুক্তিযুদ্ধকালীন গণহত্যা ও নারী নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়। এছাড়া নাটকে বঙ্গবন্ধু ও তার সহকর্মীদের ভূমিকাও তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: লাভ মকটেল ছবির সফলতার পর এবার আসছে লাভ মকটেল-২
ফজলুর রহমান পলাশের রচনায় সঞ্জিব কুমার দে’র নিদের্শনায় নাকটটির প্রযোজনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমি রেপর্টারি নাট্যদল।