অভিনয়ের চেয়ে রাজনীতি নিয়ে এখন ব্যস্ত চিত্রনায়িকা মাহিয়া মাহি। আসন্ন জাতীয় নির্বাচনের প্রার্থীও তিনি। তবে শুরুতে মনোনয়ন বাতিল করা হয়েছিল তার। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন এই তারকা।
প্রার্থিতা ফিরে পেতেই মাহি চলে যান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিস্থলে। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন মাহি।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করে আমার নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। সবার কাছে দোয়া চাই আমি যেন আগামী ৭ জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে আমার নির্বাচনী এলাকার জনগণের সেবা করতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
ফেসবুকে পোস্টের সঙ্গে কয়েকটি ছবিও প্রকাশ করেছেন মাহি। যেখানে দেখা যাচ্ছে জাতির পিতার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করছেন তিনি।
উল্লেখ্য, রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন মাহি। তবে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। তবে দল মনোনয়ন না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাহি।