মারা গেছেন দেশবরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ। বু্ধবার (১৩ মার্চ) আনুমানিক রাত ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেন সাদি মহম্মদের ভাই শিবলী মোহাম্মদ। তিনি জানান, তানপুরা নিয়ে সাদি মহম্মদ সংগীত চর্চা করেছেন। সন্ধ্যার পর হঠাৎ দেখেন ঘরের দরজা বন্ধ। তখন দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
তার আকস্মিক মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তার মরদেহ বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: ভারতের বিখ্যাত গজলশিল্পী পঙ্কজ উদাস আর নেই
উল্লেখ্য, সাদী মহম্মদ রবীন্দ্রসংগীতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
২০০৭ সালে ‘আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে’ অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৯ সালে তার ‘শ্রাবণ আকাশে’ ও ২০১২ সালে তার ‘সার্থক জনম আমার’ অ্যালবাম প্রকাশিত হয়। ২০১৫ সালে বাংলা একাডেমি তাকে রবীন্দ্র পুরস্কার প্রদান করে।
আরও পড়ুন: তানভীর তারেকের সুরে সুবীর নন্দীর অপ্রকাশিত গান ‘ঘুম’