সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের হলরুমে শেষ দিনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
এতে সভাপতিত্ব করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ড. মনোরঞ্জন ঘোষাল। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি ও উৎসব চেয়ারম্যান সালমা ডলি, উৎসব পরিচালক মনজুরুল ইসলাম মেঘ। উৎসবে বাংলাদেশ বিভাগে ‘আগামীকাল’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান জাকিয়া বারী মম। সেরা অভিনেতার পুরস্কার পান শান্ত খান, ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’সিনেমায় জন্য।
উৎসবে আজীবন সম্মাননা দেয়া হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ড.মনোরঞ্জন ঘোষালকে। চরিত্র অভিনেতা হিসেবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ এবং ‘আগস্ট ১৯৭৫’ সিনেমায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতি সরুপ সেরা অভিনেতা (চরিত্র) সম্মাননা দেয়া হয় অভিনেতা জয়ন্ত চট্টোপ্যাধ্যায়কে।
উৎসবের সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হয়েছে মনজুরুল ইমরান পরিচালিত ‘মাই চাইল্ডহুড’। সেরা ডকুমেন্টারি হয়েছে সুমন দেলোয়ার পরিচালিত ‘জল গরিলা ৭১’ এবং সেরা মোবাইল ফিল্ম হয়েছে রুপান্তি দাস ও অনিক দাস পরিচালিত ‘আফটারটেস্ট’।
আরও পড়ুন: আবারও শুরু হলো শুদ্ধসঙ্গীত উৎসব
এশিয়ান বিভাগে সেরা চলচ্চিত্রর পুরস্কার পেয়েছে ইয়াশপাল শর্মা পরিচালিত ‘রাজালক্ষমী’ চলচ্চিত্র।
এছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং প্রযোজকসমিতিকে স্বাধীনতার সম্মাননা জানানো হয়।
বিদেশি অতিথি উৎসবে অংশগ্রহণ না করতে পারায় অন্যান্য পুরস্কার উৎসবের ওয়েব সাইটে প্রকাশ করা হবে এবং কুরিয়ারের মাধ্যমে বিজয়ীদের কাছে ট্রফি ও সনদ পাঠানো হবে বলে জানান উৎসব পরিচালক মনজুরুল ইসলাম মেঘ।
‘ফেস্টিভ্যাল প্রিমিয়ার’ হিসেবে মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনাল প্রযোজিত, অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামে।
আরও পড়ুন: করোনা আতঙ্কে ‘শান’এর মুক্তি পেছাল