রাজধানীর লালমাটিয়ার কলাকেন্দ্রে ১৩তম কিবরিয়া প্রিন্ট ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) উদ্বোধন হওয়া ফেয়ারে বিভিন্ন ধরনের প্রিন্টমেকিং শিল্পকর্ম প্রদর্শনের জন্য জমায়েত হয়েছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় আর্ট স্টুডিও ও প্রতিষ্ঠানগুলো।
কিবরিয়া প্রিন্টমেকিং স্টুডিও প্রয়াত বিশিষ্ট প্রিন্টমেকার মোহাম্মদ কিবরিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ২০১২ সাল থেকে প্রতিবছর এই মেলার আয়োজন করে আসছে।
বছরের পর বছর ধরে,‘কিবরিয়া মেলা’ নামে পরিচিত এই অনুষ্ঠানটি শিল্পী এবং শিল্পের উত্সাহীদের কাছে প্রিন্টমেকিংকে আরও সহজলভ্য করার জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করেছে।
শুক্রবার থেকে শুরু হওয়া এবারের মেলায় উডকাট, ইন্টাগ্লিও, লিথোগ্রাফি, এচিংসহ বিভিন্ন প্রিন্টমেকিং কৌশল ব্যবহার করে তৈরি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।
স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং অনুষদ সদস্যরা এই মেলায় তাদের মুদ্রণ শিল্পকর্ম প্রদর্শন করছেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পেইন্টিং-ওরিয়েন্টাল-প্রিন্টমেকিং বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিন, ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউওডিএ) এবং রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
এছাড়া কসমস অ্যাটেলিয়ার ৭১, বেঙ্গল ফাউন্ডেশনের বেঙ্গল আর্টস প্রোগ্রাম, সফিউদ্দিন প্রিন্টমেকিং স্টুডিও, শুন্য আর্ট স্পেস, মজুমদার্স প্রিন্ট ল্যান্ড, কালনী আর্ট স্টুডিও এবং কলাকেন্দ্রসহ বেশ কয়েকটি স্বতন্ত্র ও বিশিষ্ট স্টুডিও ও প্রতিষ্ঠান তাদের শিল্পকর্ম প্রদর্শন করছে।
শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক ইমেরিটাস রফিকুন নবীসহ বেশ কয়েকজন খ্যাতিমান শিল্পী।
কিবরিয়া প্রিন্ট স্টুডিওর আহ্বায়ক বরেণ্য চিত্রশিল্পী সৈয়দ আবুল বারক আলভীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শিল্পী মিখাইল ইদ্রিস ইসলাম, শহীদ কবির, রশিদ আমিন ও ফারিহা জেবাসহ বরেণ্য শিল্পীরা।
মেলায় কেবল উদীয়মান প্রিন্টমেকারদের কাজই নয়, প্রশংসিত শিল্পীদের সৃষ্টিও প্রদর্শিত হয়।
মেলায় নিয়মিত অংশগ্রহণকারী কসমস ফাউন্ডেশনের আর্ট উইং কসমস অ্যাটেলিয়ার ৭১ এবারের আসরে ২৫টিরও বেশি শিল্পকর্ম প্রদর্শন করছে।
১৩তম কিবরিয়া প্রিন্ট ফেয়ার ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।