এতে অভিনয় করেছেন এফ এস নাঈম, মিম মান্তাসা, নাদের চৌধুরী, রোজী সিদ্দিকী, মনি চৌধুরী ও আরও অনেকে।
টেলিফিল্মটির বিষয়ে নাট্যকার মোমিন স্বপন বলেন, এই গল্পটি নিয়ে পরিচালক আইমান আহানের সাথে অনেকবার আলোচনা করেছি। বারবার সংশোধনের মাধ্যমে চিত্রনাট্য ঠিক করা হয়েছে। বর্তমান গল্পের সাথে অতীত আবহের মিলবন্ধনের গড়ে উঠেছে এই ‘রোদেলার নীল খাম’ টেলিফিল্মের গল্পটি। সত্যিকার ভালোবাসা অনুভবের বিষয়, দেখানোর নয়। তাইতো চিঠিতেই অদেখা প্রেমিক-প্রেমিকার প্রতি ভালোবাসার বিশ্বাস গড়ে উঠে। গল্পটিতে নষ্টালজিয়ার সাথে বাস্তবতার একটা সমন্বয়ের চেষ্টা করা হয়েছে। ত্রিমুখী প্রেমের গল্প নিয়ে মূলত নাটকের কাহিনী গড়ে উঠেছে।
আরও পড়ুন: নেটফ্লিক্সের জন্য চিত্রনাট্য লিখছেন মেঘ
মিমির জন্য পাত্র খুঁজছেন নুসরাত, পায়েল, তনুশ্রীরা!
মোশারফ করিমের কলকাতার ছবি ‘ডিকশনারি’র ট্রেলার প্রকাশ
তিনি জানান, চ্যানেল আইয়ে বিকাল ৩টা ৫ মিনিটে টেলিফিল্মটি প্রচারিত হবে।
টেলিফিল্মটির নির্মাতা আইমান আহান বলেন, এই নাটকের গল্প নিয়ে অনেকদিন অপেক্ষা করেছি। প্রায় দেড় বছরের বেশি সময় ধরে গল্পটি নিয়ে নাট্যকার মোমিন স্বপন ভাইয়ের সাথে কথা বলেছি। অবশেষে গল্পটি ফ্রেমে ধারণ করতে পেরেছি। অনেক নাটকের ভিড়ে কিছুটা হলেও ভিন্নতার স্বাদ দর্শকরা পাবে বলে আশা করছি। দর্শকরাই তো আমার প্রেরণা। তারা ভালোভাবে নিলে আমার পরিশ্রম সার্থক হবে। আশা রাখি দর্শকদের ভালো লাগবে।
টেলিফিল্মটির চিত্রগ্রহণে ছিলেন কমল চন্দ্র দাস।
আরও পড়ুন: ‘কেজিএফ চ্যাপ্টার ২’ থেকে ‘দৃশ্যম ২’: ২০২১ সাল মাতাবে যেসব সিনেমা