৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের সেরা বিদেশি ছবির জন্য ভারত থেকে অফিসিয়াল এন্ট্রি হল এই সিনেমাটির। ২৭টি ছবির মধ্য থেকে ‘জাল্লিকাট্টু’কে বেছে নেন জুরিরা।
‘জাল্লিকাট্টু’কে বেছে নেয়ার কারণ হিসাবে জুরি বোর্ডের চেয়ারম্যান রাহুল রাওয়ালের বক্তব্য, ‘মানুষের ব্যবহার যে পশুর থেকেও খারাপ সেটাই দেখানো হয়েছে সিনেমায়লিজো জোসে পেলিসারির সিনেমাটিতে।’
ছবিতে দেখানো হয়, হারিয়ে যাওয়া একটি ষাঁড়কে খুঁজতে রাস্তায় নেমে পড়ে প্রায় গোটা গ্রাম। হাতে মশাল নিয়ে ওই ষাঁড়কে খুঁজতে বন, জঙ্গল পেরিয়ে বিভিন্ন জায়গায় ছুটতে শুরু করে মানুষ।
রাহুল বলেন, ‘এমন ছবির প্রোডাকশনের জন্য আমাদের গর্বিত হওয়া উচিত। এমন আবেগ, যা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে। লিজো অত্যন্ত গুণী পরিচালক। তাই আমরা ‘জাল্লিকাট্টু’কে বেছে নিয়েছি।’
ছবিতে অভিনয় করেছেন অ্যান্টনি ভারগিস, চেম্বান বিনোদ জোসে, সাবুমন আবুসামাদ এবং স্যান্টি বালাচন্দ্রণ। এস হরেশের গল্পের অবলম্বন করে তৈরি এই ছবি।
২০১৯ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়া মালায়ম ‘জাল্লিকাট্টু’ ভারতের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। সুত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস