শিক্ষার্থীদের নেতৃত্বে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর শুক্রবার রাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামকে নিয়ে বহুল প্রত্যাশিত কনসার্ট ‘ম্যাজিকাল নাইট ২.০’ অনুষ্ঠিত হয়েছে।
আতিফ আসলাম ছাড়াও পাকিস্তানের হালের জনপ্রিয় গায়ক আবদুল হান্নান, বাংলাদেশের হার্টথ্রব তাহসান, কাকতাল ব্যান্ড এবং বাংলাদেশের ইডিএম ও ডিজে জুটি অ্যাপেরুসকে নিয়ে করা এই আয়োজন থেকে মনোমুগ্ধকর অভিজ্ঞতার আশা করলেও আশাহত হয়েছে দর্শক।
বাংলাদেশি ব্যান্ড কাকতালের পারফরম্যান্সের মাধ্যমে কনসার্ট শুরু হয়। তাদের ‘রক্ত গরম মাথা ঠান্ডা’সহ আরও কয়েকটি গান হতে না হতেই দর্শকে পরিপূর্ণ হয়ে যায় স্টেডিয়াম।
সন্ধ্যা ৭টার দিকে মঞ্চে উঠে দর্শকদের অভিবাদন জানিয়ে আবদুল হান্নান বলেন, ‘আপনাদের এমন সাড়ায় আমি অভিভূত। আমার কনসার্টে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় জমায়েত।’
তার জনপ্রিয় গান ‘ইরাদে’র পাশাপাশি এ বছরের কোক স্টুডিও পাকিস্তানে হ্যারি স্টাইলের ‘অ্যাজ ইট ওয়াজ’ ও জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড কাভিশের সঙ্গে গাওয়া ‘ও ইয়ারা’ গানটি পরিবেশন করেন তিনি।
সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে ‘এখোনো’ গান দিয়ে পারফরম্যান্স শুরু করেন তাহসান। এরপর তার বেশ কয়েকটি গান দর্শকদের উপহার দেন এই গায়ক।
রাত পৌনে ৯টার দিকে মঞ্চে ওঠেন আতিফ আসলাম। তবে পারফরম্যান্স শুরু করার পর হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে তাকে থামতে হয়। তবে যান্ত্রিক ত্রুটি বিশ্বব্যাপী জনপ্রিয় এই শিল্পীর উচ্ছ্বাস থামাতে পারেনি। প্রায় তিন ঘণ্টা ধরে দর্শকদের ওপর সূরের জাদু প্রয়োগ করতে থাকেন তিনি।
‘দিল দিয়া গল্লা’, ‘তেরা হোনে লাগা হুঁ’, ‘পেহলি নাজার মে’, ‘তেরে লিয়ে’, ‘জিনা জিনা’, ‘ও লামহে’, ‘তাজদার-এ-হারাম’, ‘কুছ ইস তারাহ’, ‘আওগে জাব তুম মেরে সাজনা’, ‘কুন ফায়া কুন’, ‘পেহলা নাশা’, ‘এক পেয়ার কা নাগমা’, ‘মেরে পিয়া ঘর আয়া’ ও ‘দুরি’সহ একের পর এক জনপ্রিয় বলিউড, হিন্দি ও উর্দু গান পরিবেশন করে ভক্তদের একটি স্মরণীয় রাত উপহার দেন তিনি।
উপস্থিত ভক্তদের অভিবাদন জানিয়ে এ সময় আতিফ বলেন, ‘বাংলাদেশকে সবসময় আমার দ্বিতীয় বাড়ি মনে হয়।’