চলতি বছরের প্রথম ১০ মাসে দেশজুড়ে ১২ হাজার ৮০১টি অভিযান পরিচালনা করে মোট ৩৪১ জন সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থা।
বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জমা দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বনির্ধারিত এলাকায় জঙ্গিদের উপস্থিতির ইঙ্গিত পাওয়ার পর এসব অভিযান চালানো হয় বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এ ছাড়াও, পূর্ব পাঞ্জাব প্রদেশ থেকে ৪০০ জন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে ২০৩ জন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশ থেকে ১৭৩ জন, দক্ষিণ সিন্ধু প্রদেশ থেকে ২১ জন এবং উত্তর গিলগিট-বালতিস্তান অঞ্চল থেকে তিনজনসহ বিভিন্ন অঞ্চল থেকে সন্ত্রাসবাদের অভিযোগে প্রায় ৮০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, সন্ত্রাসবাদে অর্থায়ন সম্পর্কিত মামলায় এ সময়ের মধ্যে ২ হাজার ৪৬৬ জনকে গ্রেপ্তার এবং আরও ৫২৬ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
এই সময়ে সন্ত্রাসীদের কাছ থেকে মোট ৫৮ কোটি ১০ লাখ রুপিউদ্ধার করেছেন পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।