আফগানিস্তানের ফারিয়াব প্রদেশে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচ যাত্রী নিহত ও ৯ জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির উত্তরাঞ্চলীয় সংস্কৃতি ও তথ্য পরিচালক শামসুদ্দিন মোহাম্মদি।
প্রথম দুর্ঘটনাটি ঘটে জাওজান ও পার্শ্ববর্তী ফারিয়াব প্রদেশের সংযোগকারী মহাসড়কে। একটি গাড়ি রাস্তার ওপর উল্টে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত ও সাতজন আহত হয়।
এর কয়েক মিনিট পর প্রদেশের পশতুন কোট জেলায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে আরও একটি গাড়ি উল্টে যায়। এতে এক নারী ও এক শিশু নিহত হয়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেপরোয়াভাবে গাড়ি চালানোই দুর্ঘটনা দুটির কারণ জানিয়ে ওই কর্মকর্তা বলেন, যানজটপূর্ণ সড়কে চালকদের অসাবধানতার কারণে প্রায়ই যাত্রীদের প্রাণহানি ঘটে।