আফগানিস্তানের উত্তরাঞ্চলের একটি সোনার খনিতে ভূমিধসে খনির তিন শ্রমিক নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির উত্তরাঞ্চলীয় তথ্য ও সংস্কৃতি বিষয়ক পরিচালক হেকমাতুল্লাহ মোহাম্মদি শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে খওয়াহান জেলার একটি সোনার খনি থেকে সোনা তুলতে ব্যস্ত ছিলেন খনি শ্রমিকরা। এসময় খনির ওপরে থাকা একটি মাটির স্তুপ ধসে পড়লে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
কয়েক মাস আগে বাদাখশানের পার্শ্ববর্তী তাখার প্রদেশে একই ধরনের একটি ঘটনায় দুই খনি শ্রমিক নিহত হন।
স্থানীয়দের মতে, সুরক্ষা ব্যবস্থার অভাব, অদক্ষ খনি শ্রমিক, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব এবং ঐতিহ্যবাহী ও পুরানো পদ্ধতিতে খনি খননের ফলে প্রায়ই দারিদ্র্যপীড়িত আফগানিস্তানে খনি শ্রমিকদের মৃত্যু হয়।