বৈরুতে বিমান হামলায় হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশেম সাফিয়েদ্দিন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।
তিন সপ্তাহ আগে তার ওপর হামলা করা হয় বলে মঙ্গলবার নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
বৈরুতের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বোমা হামলায় সাফিয়েদ্দিন নিহত হয়েছেন। হিজবুল্লাহর প্রধান ভূগর্ভস্থ গোয়েন্দা সদর দপ্তর যে ভবনে অবস্থিত সেখানে ওই হামলা চালানো হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সামরিক বাহিনী জানিয়েছে, হামলার সময় হিজবুল্লাহর ২৫ জন জ্যেষ্ঠ কমান্ডার ওই ভবনে উপস্থিত ছিলেন। তারা বেঁচে আছেন কি না, তা স্পষ্ট করেননি।
আরও পড়ুন: লেবাননে বাড়ছে বেসামরিক মানুষের মৃত্যু ও বাস্তুচ্যুতি
সাফিয়েদ্দিন সাবেক হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর চাচাতো ভাই। সেপ্টেম্বরে নাসরুল্লাহকে হত্যা করার পর সাফিয়েদ্দিনকেই তার উত্তরসূরি বলে ধারণা করা হচ্ছিল।
সাফিয়েদ্দিন হিজবুল্লাহর সর্বোচ্চ সামরিক-রাজনৈতিক সংস্থা শুরা কাউন্সিলেরও সদস্য ছিলেন, যা গোষ্ঠীর সিদ্ধান্ত গ্রহণ ও নীতি নির্ধারণ করে থাকে।
সাফিয়েদ্দিনের হত্যাকাণ্ডের ঘোষণার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হারজি হালেভি বলেন, ‘আমরা নাসরুল্লাহ, তার উত্তরসূরি ও হিজবুল্লাহর বেশিরভাগ নেতৃত্বের কাছে পৌঁছেছি। ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠা যে কারও কাছে কীভাবে পৌঁছানো যায়, তা আমরা জানি।’
অবশ্য ইসরায়েলি সেনাবাহিনীর এ ঘোষণার বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো মন্তব্য করেনি।