কাঠের নৌকায় করে ইতালি যাওয়ার পথে দেশটির লাম্পেদুসা উপকূল এলাকায় অতিরিক্ত ঠান্ডায় জমে গিয়ে হাইপোথার্মিয়ায় সাত অভিবাসীর মৃত্যু হয়েছে। এছাড়া আরও ২৮০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ইতালিয়ান কোস্ট গার্ড।
উত্তাল সমুদ্রে কোস্ট গার্ড যখন পৌঁছায় তখন তিন অভিবাসী এবং আরও চারজনকে লাম্পেদুসা নেয়ার পথে মারা যান। অভিবাসীদের অধিকাংশই মিশর ও বাংলাদেশের নাগরিক।
দেশটির কোস্ট গার্ড জানায়, তাদের দুটি নৌকা উদ্ধার অভিযান চালায় এবং এ সময় দেশটির আর্থিক পুলিশ থেকে আসা একটি নৌকা তাদের পাশে ছিল।
অভিবাসী বহন করা নৌকাটি থেকে সাহায্য বার্তা ইতালীয় কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয় বেসরকারি সংস্থা এলার্ম ফোন। তারা জানায়, বিপদে পড়া নৌকাটির কাছে পৌঁছাতে ইতালীয় উদ্ধারকারী নৌকার ছয় ঘণ্টা লাগে।
সংস্থাটি দাবি করে, ‘এ মৃত্যু প্রতিরোধ করা যেত।’
এ বছর ইতালিতে অভিবাসন প্রত্যাশীদের আগমন গত দুই শীতের তুলনায় বেশি যা মঙ্গলবার পর্যন্ত দুই হাজার ৫১ জনে দাঁড়িয়েছে। এর আগে গত শীতে এ সংখ্যা ৮৭২ জন এবং এর আগের শীতে ৮৩৫ জনে ছিল। দেশটিতে অভিবাসন প্রত্যাশীদের আগমন সাধারণত গ্রীষ্মের মাসগুলোতে সর্বোচ্চে পৌঁছায়।