ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, বুধবার দেশটিতে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।
প্রতিদিন প্রায় ৩২ হাজার ৯৬১ জন নতুন রোগী শনাক্ত নিয়ে দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১০ লাখ ২৮ হাজার ৪২৪ জনে। ফেব্রুয়ারির শেষের দিকে ইতালিতে করোনার সংক্রমণ শুরু হয়।
বর্তমানে ইতালিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ লাখ ১৩ হাজার ৩৫৮ জন। যার অধিকাংশই বা ৫ লাখ ৮০ হাজার ৮৩৩ জন বাড়িতে আইসোলেশনে আছেন। কারণ তাদের কোনো উপসর্গ নেই বা সামান্য উপসর্গ রয়েছে।
২৯ হাজার ৪৪৪ জন হাসপাতালে ভর্তি আছেন। ৩ হাজার ৮১ জন ইনটেনসিভ কেয়ারে আছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭২ হাজার ১১৩ জন। নতুন ৬২৩ জনের মৃত্যুর মধ্যদিয়ে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৯৫৩ জনে।