ইতালির তুস্কানি অঞ্চলের একটি জ্বালানি তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের পর মঙ্গলবার আরও দুটি লাশ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়াল।
ফ্লোরেন্সের উত্তরে ইএনআইয়ের একটি তেলের ডিপোতে সোমবার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরনের পর বাতাসে ধোঁয়ার কুণ্ডলী এমনভাবে ছড়িয়ে পড়ে যে কয়েক মাইল দূর থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, বড় ধরনের বিস্ফোরণ ও কম্পন অনুভূত হয়েছে।
বিস্ফোরণে একটি ভবন ধসে পড়ে, যেখানে একটি অফিস ছিল। ভবনটির একজন এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়া আরও ১৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন তুস্কানির গভর্নর ইউজেনিও জিয়ানি।
বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দাদের ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দেয় প্রশাসন। চারদিক ধোঁয়ায় ঢেকে যাওয়ায় আঞ্চলিক ট্রেন চলাচলও সাময়িকভাবে বিঘ্নিত হয়।
কালেনসানো শহরের ডিপোতে বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ইএনআই তেল কোম্পানি।