হুথিদের লক্ষ্য করে লোহিত সাগর উপকূলে ইয়েমেনের বন্দর নগরী হোদেইদায় দুটি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
বিষয়টি নিশ্চিত করে হুথি বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, লোহিত সাগরে নৌপথের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে গোষ্ঠীটি। এরপর হোদেইদাহ প্রদেশের বাজিল জেলা লক্ষ্য করে মার্কিন ও ব্রিটিশরা বিমান হামলা চালিয়েছে।
তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে কিছু জানায়নি তারা।
বৃহস্পতিবার হুথি পরিচালিত আল-মাসিরাহ টিভিতে প্রচারিত এক টেলিভিশন ভাষণে লোহিত সাগর অঞ্চল দিয়ে ইসরায়েলি সামুদ্রিক যান চলাচল রোধে হুথি যোদ্ধাদের সম্পূর্ণ কার্যকারিতা ঘোষণা করেন গোষ্ঠীটির নেতা আবদুল মালিক আল-হুথি।
আরও পড়ুন: ইয়েমেনে জাতিসংঘের মানবাধিকার অফিস দখল করেছে হুথি
আল-হুথির দাবি, পণ্য বহনকারী কোনো ইসরায়েলগামী জাহাজ এই সময়ের মধ্যে লোহিত সাগর অঞ্চল অতিক্রম করতে সক্ষম হয়নি।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে আসছে হুথিরা।
এর প্রতিক্রিয়া ও জাহজগুলোর নিরাপত্তায় এ বছরের জানুয়ারি থেকে হুথিদের বিভিন্ন স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে একটি মার্কিন-ব্রিটিশ নৌ-জোট।
তবে এই পদক্ষেপ হুথিদের আক্রমণে রসদ যুগিয়েছে। ওই সময় থেকে শুধু ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজ নয়, মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোও তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।