ইয়েমেনে মার্কিন-ব্রিটিশ বিমান হামলার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী ইসলামিক প্রতিরোধ আন্দোলন (হামাস)।
সোমবার (৫ ফেব্রুয়ারি) একটি বিবৃতিতে সংগঠটি বলেছে, রবিবার (৪ ফেব্রুয়ারি) চালানো মার্কিন-ব্রিটিশের হামলাটি উত্তেজনা বৃদ্ধি করবে। যা এই অঞ্চলকে আরও অস্থিরতার দিকে ঠেলে দেবে।
এতে সংগঠনটি আরও বলেছে, ‘আমরা ইয়েমেন প্রজাতন্ত্রে মার্কিন-ব্রিটিশ বিমান হামলার তীব্র নিন্দা জানাই এবং এটিকে একটি আরব দেশের সার্বভৌমত্বের উপর একটি নির্লজ্জ আক্রমণ বলে মনে করি।’
হামাস বলেছে, ‘এই বিমান হামলাটি উত্তেজনা বৃদ্ধি করবে এবং এই অঞ্চলকে আরও অস্থিরতা ও অস্থিতিশীলতার দিকে টেনে নিয়ে যাবে, যার পরিণতির জন্য ওয়াশিংটন ও ইসরায়েল সম্পূর্ণ দায়ী।’
ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় শনিবার মার্কিন ও ব্রিটিশ বাহিনী যৌথ হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন পেন্টাগন।
ইয়েমেনের হুথি গোষ্ঠী রবিবার সকালে বলেছে, রাজধানী সানাসহ উত্তর ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত ছয়টি প্রদেশে রাতভর যুক্তরাষ্ট্র-ব্রিটিশ বিমান হামলার প্রতিশোধমূলক হামলা চালাবে তারা।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর থেকে হুথিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল অভিমুখী বাণিজ্যিক জাহাজ ও মার্কিন নৌবাহিনীর জাহাজে ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
হুতিরা বলেছে, তাদের লক্ষ্য হলো- গাজায় হামলা ও অবরোধ বন্ধে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করা।