যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরমাণু চুক্তিতে পৌঁছানোর তাগিদ দিয়েছেন। আর তা না হলে আরও ভয়ংকর হামলার হুঁশিয়ারি দেন তিনি। চুক্তির আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তেহরানকে ‘একবার নয়, বারবার সুযোগ’ দিয়েছি।’
শুক্রবার (১৩ জুন) নিজের মালিকানাধীন সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ‘আমি ইরানকে কঠোর ভাষায় চুক্তি করতে বলেছিলাম, কিন্তু তারা সেটি করেনি।’
ইরানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এরই মধ্যে বহু মৃত্যু ও ধ্বংসযজ্ঞ হয়েছে। এই হত্যাযজ্ঞ থামানোর এখনও সময় আছে, কারণ, সামনে আরও পরিকল্পিত ভয়াবহ হামলা করা হবে।’
‘ইরানকে এখনই চুক্তিতে আসতে হবে। নাহয়, ইরানি সাম্রাজ্য বলতে কিছুই থাকবে না,’ হুঁশিয়ারি দেন ট্রাম্প।
আরও পড়ুন: ট্রাম্পের আশঙ্কা ও সতর্কতার পরই ইরানে হামলা ইসরায়েলের
চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘আর মৃত্যু নয়, আর ধ্বংস নয়—এখনই করো, খুব দেরি হয়ে যাওয়ার আগেই।’
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইসরায়েলের হামলার পরিকল্পনার বিষয়ে তিনি আগেই জানতেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কোনোভাবেই অংশ নেয়নি।
আগামী রবিবার (১৫ জুন) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ষষ্ঠ দফার আলোচনায় বসার কথা ছিল।
সূত্র: বিভিন্ন নিউজ এজেন্সি