ইরানে হামলা চালানোর ইসরায়েলকে পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি।
তেহরানে ইরানের রাষ্ট্রদূত ও কূটনৈতিক মিশন, জাতিসংঘ দপ্তর এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে এক বৈঠকে আরাগচি বলেন, ইরানের মাটিতে আগ্রাসনের রাজনৈতিক ও আইনগত দায় ইসরায়েল ও তার সমর্থকরা এড়াতে পারে না। এর জন্য তাদের অবশ্যই জবাব দিতে হবে।
ইরান এ ধরনের স্পষ্ট আগ্রাসনের যথাযথ জবাব দেওয়ার আইনি অধিকার পুরোপুরি সংরক্ষণ করে উল্লেখ করে তিনি বলেন, ইরান তা করতে দ্বিধা করবে না। তবে এ বিষয়ে তাড়াহুড়া করে পদক্ষেপ নেওয়া হবে না।
এ সময় ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি ও সতর্কতা এবং দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সময়োপযোগী পারফরম্যান্সের জন্য ধন্যবাদ জানিয়ে আরাগচি বলেন, ইরান হামলা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন: ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল, মধ্যপ্রাচ্যে বাড়ল যুদ্ধের ঝুঁকি
বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তেহরান মনে করে, ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহযোগিতা করেছে। এ হামলার প্রধান অংশীদার হচ্ছে যুক্তরাষ্ট্র ও কয়েকটি ইউরোপীয় দেশ।
এর আগে, শনিবার সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ইরান থেকে সাম্প্রতিক হামলার জবাবে তারা দেশটির ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ বিমান হামলা চালিয়েছে।
এরপর ইরানের বিমান প্রতিরক্ষা সদর দপ্তর জানায়, তারা সফলভাবে ইসরায়েলি হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। এ কারণে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।