বৈরুতে শুক্রবার ইসয়েলি বিমান হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা ও গোষ্ঠীটির অন্যতম প্রতিষ্ঠাতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন।
শনিবার হিজবুল্লাহর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, শহীদ সহকর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন নাসরুল্লাহ। ফিলিস্তিনের সমর্থনে শত্রুর বিরুদ্ধে পবিত্র যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে হিজবুল্লাহ।
কয়েক সপ্তাহের তীব্র লড়াইয়ে ইসরাইলের হাতে নিহত হিজবুল্লাহর সবচেয়ে উচ্চপদস্থ ব্যক্তি নাসরুল্লাহ। গত তিন দশকেরও বেশি সময় ধরে গোষ্ঠীটিতে নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি।
আরও পড়ুন: লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬০, আহত ৮১
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার বৈরুতের দক্ষিণে দাহিয়েহে হিজবুল্লাহ নেতারা তাদের সদর দপ্তরে মিলিত হওয়ার পর সুনির্দিষ্টভাবে বিমান হামলা চালানো হয়েছে। হামলায় নাসরুল্লাহ ছাড়াও হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডার আলী কারকি ও কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় ছয়জন নিহত ও ৯১ জন আহত হয়েছেন।