ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে শুক্রবার তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত ও বেশ কিছু মানুষ আহত হয়েছে।
রাজ্যের পিলিভিট জেলায় শুক্রবার মধ্যরাতে গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি গাড়ি খাদে পড়ে গেলে ৬ জন নিহত ও ৫ জন আহত হয় বলে এক পুলিশ কর্মকর্তা জানান।
তিনি জানান, চিত্রকুটে বাস-ট্রাক সংঘর্ষে আরও ৬ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। এছাড়া কনৌজ জেলায় একটি বেসরকারি বাস একটি পানির ট্যাঙ্কারকে ধাক্কা দিলে ৮ যাত্রী নিহত ও ১৯ জন আহত হয়।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
ভারতে প্রায়ই অতিরিক্ত যাত্রী, রাস্তাঘাটের খারাপ অবস্থা ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। প্রতি বছর প্রায় পাঁচ লাখ সড়ক দুর্ঘটনায় দেশটিতে প্রায় দেড় লাখ মানুষ নিহত হয়।