ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে প্রায় ২৭৫ কিলোমিটার পশ্চিমে ফিরোজাবাদ জেলার শিকোহাবাদের নৌশেরা এলাকায় এই বিস্ফোরণ ঘটে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে যে বাড়ি থেকে কারখানাটি চলছিল, সেটি ভেঙে পড়ে।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: ভারতের উত্তরাখণ্ডে ভূমিধসে ৫ তীর্থযাত্রী নিহত
এ ঘটনায় পুলিশ মামলা করে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং কর্মকর্তাদের উদ্ধার কাজ চালানোর নির্দেশ দিয়েছেন।
ভারতীয় আতশবাজি কারখানা ও দোকানগুলোতে প্রায়ই এ ধরনের বিস্ফোরণ ঘটে থাকে। মালিকরা সাধারণত সুরক্ষা মান উপেক্ষা করায় এ দুর্ঘটনাগুলো ঘটে।