গত সপ্তাহে পাকিস্তান, ইরান ও তুরস্ক থেকে ৩০ হাজারেরও বেশি আফগান শরণার্থী মাতৃভূমিতে ফিরে এসেছে বলে জানিয়েছে আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মুতালিব হাক্কানি বলেন, 'ফেরত আসাদের মধ্যে প্রায় আড়াই হাজার পাকিস্তান থেকে, ১৯০ জন তুরস্ক থেকে এবং বাকিরা ইরান থেকে এসেছে।’
গত এক বছরে মোট ১৭ লাখ ৮০ হাজার আফগান শরণার্থী বিদেশ থেকে দেশে ফিরেছে।
আফগান শরণার্থীদের শরণার্থী হিসেবে বিদেশে বসবাস বন্ধ করে যুদ্ধবিধ্বস্ত স্বদেশ পুনর্গঠনে অবদান রাখতে দেশে ফিরতে দীর্ঘ সময় ধরে আহ্বান জানিয়ে আসছে দেশটির তত্ত্বাবধায়ক সরকার।