দেশটির বেসামরিক স্বাস্থ্য ও সুরক্ষা বিভাগের প্রধান অ্যাঞ্জেলো বোরেলি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার নতুন করে ৫৬৬ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার এ সংখ্যা ছিল ৪৩১ জন। এছাড়া রবিবারের তুলনায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১৩৬৩ জন বেড়েছে।
এদিকে নতুন ১২২৪ জন আরোগ্য লাভ করায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৪৩৫ জনে।
বোরেলি জানান, বর্তমানে ২৮ হাজার ২৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৩ হাজার ২৬০ জন আইসিইউতে আছেন। আর হোম কোয়ারেন্টাইনে আছেন ৭২ হাজার ৩৩৩ জন।
টানা ১০ দিন হলো কোভিড-১৯ আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কমছে বলে জানান তিনি।
ইউরোপে করোনাভাইরাস মহামারির কেন্দ্রবিন্দু ইতালিতে দেশব্যাপী লকডাউন ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে।
প্রথমবারের মতো লকডাউনের প্রায় ১ মাস পর আবারও লকডাউনের সময়সীমা বৃদ্ধি করলেন ইতালির প্রধানমন্ত্রী।
ইতালি ইউরোপের প্রথম কোনো দেশ, যা বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছিল।